কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক নারীর লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন পুলিশের এক সদস্য এবং তার পরিবারসহ সাতজন।শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।অপরদিকে নিখোঁজ পুলিশ সদস্য মো. সোহেল ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল পদে কর্মরত। তার স্ত্রী-সন্তানেরাও নিখোঁজ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে একটি নৌকায় ১২ থেকে ১৫ জন দর্শনার্থী যাত্রা করেন। মাঝনদীতে যাওয়ার পর কয়েকজন যাত্রী ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন। তখন মাঝি বইঠা ছেড়ে ছবি তুলে দিচ্ছিলেন। এ সময় নৌকাটি নিয়ন্ত্রণহীন হয়ে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায়। এতে নৌকাটি উল্টে যায়।