• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

বিএনপি ইফতার খাওয়া পার্টি আর আওয়ামী লীগ দেওয়া পার্টি: কাদের

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭১
শনিবার, ২৩ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

‘নিজেদের পকেট উন্নয়নের দল বিএনপি আর মানুষের ভাগ্য উন্নয়নের দল আওয়ামী লীগ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে, আর আওয়ামী লীগ ইফতার দেওয়ার পার্টি। এই হচ্ছে দুই দলের মধ্যে পার্থক্য।  শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুই হাজার মানুষকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতায় নেতায় কথার মিল নেই। কোনো সুযোগ যখন থাকে না, তখন বিএনপি ভারত বিরোধিতা শুরু করে।  বাংলাদেশের ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার সময় ভারত পাশে ছিল জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির সব নেতাই একে একে জেল থেকে বেরিয়ে গেছে। এখন তারা বিদেশ গিয়ে দেশের বিরুদ্ধে ছবক দিচ্ছে।

 

সরকারের উদ্যোগে বেশকিছু দ্রব্যের দাম সহনশীল পর্যায়ে এসেছে বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।


আরও সংবাদ

জরুরি হটলাইন