• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯৪
শনিবার, ২৩ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

চট্টগ্রামের আনোয়ারায় চন্দনাইশ-বরকল সড়কের বরকল চানখালী খালের পুরোনো বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে চালক আহত হয়েছেন।শনিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চলকের নাম মো. সাকিব (২২)। তিনি চন্দনাইশের কেশুয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী বেলাল আহমদ বলেন, একটি খালি মিনি ট্রাক চন্দনাইশ থেকে আনোয়ারা যাওয়ার পথে পরিত্যক্ত বেইলি সেতুতে উঠতেই সেতুটি ভেঙে পড়ে। এ সময় লোকজন চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।স্থানীয়রা অভিযোগ করে বলেন, বরকল চাঁনখালি খালের ওপর নতুন একটি সেতু করলেও পাশের পুরোনো বেইলি ব্রিজটি ব্যবহার না করতে সওজ কোনো নির্দেশনা দেয়নি। যার কারণে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, বরকল চানখালী খালের ওপর সড়ক ও জনপথ বিভাগ ১১৭ মিটারের নতুন একটি সেতু করেছে। ওই চালক কেন পরিত্যক্ত ব্রিজ দিয়ে গেল সেটাই প্রশ্ন।


আরও সংবাদ

জরুরি হটলাইন