• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

দাম অর্ধেক, তবুও কেউ কিনছেন না তরমুজ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯২
শনিবার, ২৩ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রমজানের প্রথম দিকে তরমুজের দাম ছিল আকাশচুম্বী। কিন্তু মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে সেই তরমুজের দাম নেমে এসেছে অর্ধেকে। বাজারেও ক্রেতা শূন্য। তরমুজের ক্রেতা না থাকায় দাম যেমন কমেছে তেমই আমদানি বেড়েছে এ ফলের।বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন রেলগেট এলাকায় তরমুজ ফলের দোকান ঘুরে দেখা যায়, তরমুজের দোকানগুলোতে ভিড় নেই ক্রেতাদের। দোকানিরা অলস সময় পার করছেন। রমজান ও দাবদাহের কারণে কিছুদিন আগেও তরমুজ প্রতি কেজিতে বিক্রি হয়েছে ৮০ টাকায়। আর এখন তা ৪০ টাকায়ও নিতে চাচ্ছেন না ক্রেতারা।

সান্তাহার রেলগেট এলাকার তরমুজ বিক্রেতা জিল্লুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে ফলটির দাম কমেছে। আমদানি বেশি হওয়ায় এর দাম কমেছে। বেচাকেনা বেশি না থাকায় দামটা পাওয়া যাচ্ছে না। আমদানি বেশি হলে দাম আরও কমবে বলেও জানান এ বিক্রেতা।রাঙ্গা নামের আরেক তরমুজ বিক্রেতা বলেন, ক্রেতাদের আগ্রহ কম থাকায় তরমুজের বেচাকেনা খুব কম। গত দুই-তিন দিন ধরে ক্রেতা কম থাকায় দাম কমেছে। তবে তরমুজ আগে আমদানি কম ছিল, যার কারণে তখন দাম কিছুটা বেশি ছিল। এখন আমদানি বেশি, দামও কমেছে প্রায় অর্ধেক। তবে ক্রেতা নেই।

সান্তাহার রেলগেট থেকে তরমুজ কিনতে আসা সাগর নামের এক ক্রেতা বলেন, কিছুদিন আগেও তরমুজের দাম দ্বিগুন ছিল। তবে তরমুজ কেউ কিনছে না দেখে দাম কমেছে।রোকনুজ্জামান নামের আরও এক ক্রেতা বলেন, অপরিপক্ক তরমুজে ছেয়ে গেছে পুরো বাজার। যার কারণে তরমুজ কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা। তরমুজের দাম কমায় তরমুজ কিনতে এসেছিলাম। তবে তরমুজ তেমন একটা ভালো না হওয়ায় না কিনেই চলে যাচ্ছি।


আরও সংবাদ

জরুরি হটলাইন