পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। আগামী ১ বছরের জন্য করা নতুন কমিটিতে শহীদুল আলমকে সভাপতি এবং রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।শনিবার (২৩ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ পাওয়া নতুন কমিটিতে মাইনুল এইচ সাচ্চু মৃধা, এস এম প্রিন্স, রাসেল শরীফ, সবুজ উদ্মাদিন, মামুন মোল্লা,আরিফ মুন্সী, রাহাত তালুকদারকে সহ-সভাপতি, বায়েজিদ খান, সৈয়দ রাব্বি, ইমন হাওলাদার ও শফিউল আলম জিসানকে যুগ্ন সাধারন সম্পাদক, মোস্তফা, মশিউর রহমান,শাহীন ও শেখ সোহাগকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীরা মিলে বিশাল আনন্দ মিছিল করেন এবং মিষ্টি বিতরণ করেন।