• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

গাউছিয়া কাঁচাবাজারে আগুন : তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯৩
রবিবার, ২৪ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিন মার্কেটে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের ১০ সদসের কমিটি গঠন করেছে। রোববার (২৪ মার্চ) সকাল ৭টায় ফায়ার সার্ভিসের ইন্সিডেন্ট কমান্ডার ও ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।এর আগে রোববার রাত পৌনে ৩টার দিকে কাঁচাবাজার ও টিন মার্কেটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের ১০ ইউনিটের প্রায় ৩ ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় ওই মার্কটের প্রায় শতাধিক দোকানের মালামাল পুড়ে যায়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখেন তারা। পরে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিন মার্কেটে ছড়িয়ে পড়ে।আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে গেছে।

 

মার্কেটের ব্যবসায়ী পারভেজ মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে এখানকার একটি দোকান ভাড়া নিয়ে কাউন্টার বসিয়ে দেশের বিভিন্ন জেলার বাসের টিকিট বিক্রি করেন। রাত পৌনে ৩ টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।ফায়ার সার্ভিসের ইন্সিডেন্ট কমান্ডার ও ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের ১০টি ইউনিটের ৩ ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এসব বিষয় খতিয়ে দেখতে আমাদের ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত করে বিস্তারিত বলা যাবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন