দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিদয় রায় নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।জানা গেছে, রিদয় রায় দিনাজপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালিয়ে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে যাচ্ছিলেন। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকায় পৌঁছলে ট্রাকটি তাকে ধাক্কা দেয়।
এ সময় রিদয় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হন। পরে পার্বতীপুর মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় রাস্তার উভয় পাশে প্রায় তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা পর ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়।পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।