• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

ময়লা আর আবর্জনার স্তূপে ঢাকা শহীদ মিনার

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৮
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মৌলভীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ঢেকে রাখা হয়েছে ময়লা আর আবর্জনার স্তূপ দিয়ে। এ নিয়ে একটি ছবিযুক্ত পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।সোমবার (২৫ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে অবস্থিত সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ অবস্থা দেখা গেছে।

জানা যায়, গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের সংস্কারকাজ চলছে। কাজের ভাঙাচোরা, ময়লা-আবর্জনা ও মাটি বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারের ওপর ফেলে রাখা হয়েছে।এ বিষয়ে রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী জানান, স্বাধীনতা দিবসের সময় এ ধরনের একটি কাজ খুবই লজ্জাজনক ও গর্হিত। অবিলম্বে ঠিকাদারকে জবাবদিহি ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী নাগ জানান, গত বৃহস্পতিবার থেকে বিদ্যালয় বন্ধ রয়েছে। এ ছাড়া আমি পিটিআইতে কয়েকদিন ধরে ট্রেনিংয়ে আছি। সোমবার আমি ফেসবুকে পোস্ট দেখেছি। এটি অবশ্যই দুঃখজনক ও গর্হিত কাজ। ইতোমধ্যে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ করেছি।

 

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আমি জেনে যথাশীঘ্রই ব্যবস্থা গ্রহণ করছি।


আরও সংবাদ

জরুরি হটলাইন