গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে একটি ঝুট গোডাউন ও পাশের কলোনির ৪৬টি ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টা ১৯মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় রাত ১টা ১৯মিনিটে একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পাশের কলোনিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈরসহ আশেপাশের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে কলোনির ৪৬টি ঘর ও একটি ঝুট গোডাউনের মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।