ফরিদপুরে মুক্তিপণের দাবিতে এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং আরও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার (২৭ মার্চ) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন।ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাহাবুব আলম, কামাল মাতুব্বর ও খোকন মাতুব্বর। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তার হলেন আশরাফ শেখ, আজিজুল শেখ ও সুজন মাতুব্বর।ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. স্বপন পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাড. স্বপন পাল বলেন ২০১৮ সালের ৭ জুন ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চর মানিকদী (পাগলপাড়া) এলাকার গ্রিস প্রবাসী আবুল হোসেনের ছেলে ৮ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র আলাউদ্দিন ওরফে অন্তরকে (১৪) মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। আসামিরা মুক্তিপণ না পেয়ে অন্তরকে শ্বাসরোধ করে হত্যা করে মাটিচাপা দেয়। পরে অন্তরের পুঁতে রাখা মরদেহ বাড়ি পাশের একটি খাল থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই বছরের ১৫ জুন নিহতের মা জান্নাতি বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।রায়ের প্রতিক্রিয়ায় নিহত অন্তরের মা জান্নাতি বেগম বলেন, সন্তানের হত্যাকারীদের ফাঁসির আদেশ দেওয়ায় আমি সন্তুষ্ট। আমি চাই এই রায় অবিলম্বে কার্যকর করা হোক।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনিমেষ রায় ও অ্যাডভোকেট বিমল তুলশিয়ান বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট নন। তারা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।