মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর হেরোইনসহ সঞ্জয় বিশ্বাস (২৯) নামে এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্টের বড় আঁচড়া গাতিপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সঞ্জয় বিশ্বাস ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার পেট্রপোল থানার পিরোজপুর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, হেরোইনের একটি বড় চালান নিয়ে ভারতীয় এক পাসপোর্টযাত্রী দেশে প্রবেশ করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ গ্রাম হেরোইনসহ সঞ্জয় বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে থাকা অপর এক আসামী ৩শ ২২ পুরিয়া হেরোইনের একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান