• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

স্থানীয় নির্বাচনের আগেই আটঘাট বেঁধে নামবে আ.লীগ : কাদের

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১০২
শনিবার, ৩০ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখতে চায় আওয়ামী লীগ। এ জন্য স্থানীয় সরকারের এই নির্বাচনের আগেই আটঘাট বেঁধে নামবে আওয়ামী লীগ।

শনিবার (৩০ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তৃণমূল নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন কোনো নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না। স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব-সংঘাতে ভুলে পরস্পরের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। ভেঙে ফেলতে হবে প্রতিবন্ধকতার সব দেয়াল।’

তিনি আরও বলেন শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধিতায় নেমেছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না।

একই সঙ্গে জনগণকে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


আরও সংবাদ

জরুরি হটলাইন