• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্থানীয়ভাবে শিশুশ্রম মুক্ত জেলা ঘোষণা!

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯৭
রবিবার, ৩১ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মো: মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,
ঠাকুরগাঁও জেলাকে স্থানীয়ভাবে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো কোনো জেলাকে শিশুশ্রম মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হলো।
শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে এক
অনুষ্ঠানে এই ঘোষণা দেন ঠাকুরগাঁও জেলাকে
স্থানীয়জনপ্রতিনিধিরা।এই পুরো উদ্যোগটি সমন্বয় করেছেন ইএসডিও নামে একটি এনজিও।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শহীদুজ্জামান বলেন, প্রতিটি ইউনিয়ন, উপজেলা পৌরসভা জনপ্রতিনিধিদের সহায়তায় এই উদ্যোগটির সফলতা পেয়েছে। তিনি জানান, ঠাকুরগাঁও জেলাতে প্রথমে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ১ হাজার ১৯২ জন শিশু শ্রমিককে চিহ্নিত করা হয়। এদের মধ্যে ১৪ বছরের ওপরে যাদের বয়স তাদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ১৪ বছরের নিচের শিশুদের স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরও জানান, এই উদ্যোগের সকল নথিপত্র সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে পরীক্ষা-নিরিক্ষা করে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম মুক্ত জেলা হিসেবে ঘোষণা করবে সরকার।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন