• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

প্রেমিক

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৬
রবিবার, ৩১ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

        মোঃ নাজমুল হাসান
আমি প্রেমিক হতে চেয়েছি..
 তোমায় আপনার থেকে আপন করতে
দেহ, মন উজার করে দিয়েছি।
মন্দ কপোল আমার, কি এক অজানা অভিমানে
বসন্ত আসেনি জীবনে,
আখিরো পলকে কেটে গেছে সহস্র রজনী
তবুও অবুঝ মন টেনেছে তোমারে।
চৈত্রির ছাড়খার করা উদাস দুপুর,
রাত্রীর নিস্তব্দতা আর জোনাকির খেলা,
শিমুলগাছে বাদুরের পাখা ঝাপটানী
অপেক্ষার প্রহর আজও শেষ হয়নি।
শেষ রাতের জ্যোৎস্নায় স্নান করেছি কতকাল
বসে ছিলাম হাটু মুড়ে এই নগ্ন ভেলায়।
ভেষে যাওয়া তীরবর্তী শুকনা কাঠের মত
নষ্ট প্রেমকে খুজে পাওয়ার সে কি উচ্ছাস।
প্রাচিন দেয়ালচিত্র এই বুঝি উন্মোচিত হবে,
বুঝিবে হয়তো তুমি,,তোমার ঐ পাথর হৃদয়ে
একে যাবে হয়তো আমার পদচিহ্ন।
কেননা আমি একজন প্রেমিক।
.


আরও সংবাদ

জরুরি হটলাইন