• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৭৩
রবিবার, ৩১ মার্চ, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ সামরুল হক
জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে স্ত্রী সঙ্গে মায়ের কথা-কাটাকাটির ঘটনায় ছেলের দায়ের কোপে রাবিয়া খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে মো. জাহিদকে (২৫) আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
রোববার (৩১ মার্চ) দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন ওই এলাকার মৃত হযরত আলী দানবের স্ত্রী।
স্থানীয়রা জানায়, দুপুরে জাহিদের মায়ের সঙ্গে স্ত্রী মিশি আক্তারের কথা-কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে কাজ করছিলেন। এ সময় বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান তিনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  আব্দুল আহাদ খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাড়ি পাশে ভুট্টা খেত থেকে ছেলে জাহিদকে গ্রেপ্তার করে। যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে, সেই দা আলামত হিসাবে জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানে হয়েছে।’


আরও সংবাদ

জরুরি হটলাইন