ভ্রাম্যমাণ প্রতিনিধি,
জামালপুর ৩ আসনে আসন্ন উপজেলা নির্বাচনে মাদারগঞ্জ ও মেলান্দহ তে একক প্রার্থী ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মির্জা আজম এমপি।উনি তৃণমুল কর্মীদের ভোটাভুটির নামে একটি মনগড়া উপায় বের করে মাদারগঞ্জ উপজেলায় তিনবারের সাবেক চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান বেলালকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
কিন্তু বাংলাদেশ আওয়ামী সভানেত্রী বঙ্গবন্ধু কণ্যা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সরকার প্রধান দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে-‘বাংলাদেশের সকল উপজেলা নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকবে না।প্রত্যেকটি উপজেলা নির্বাচন হবে উন্মুক্ত। কোন স্থানীয় সংসদ সদস্য বা কেন্দ্রীয় নেতাকর্মী কাউকে একক ভাবে সমর্থন করতে পারবে না।
অথচ মাননীয় সভানেত্রীর এই ঘোষণা উপেক্ষা করে কোন শক্তিবলে একজন সংসদ সদস্য একক প্রার্থী ঘোষণা করেন এবং তাত নির্বাচনি প্রচার প্রচারণা করেন সেটি অবশ্যই দুঃসাহসীকতার পরিচয়ের বিদ্যমান ও সভানেত্রীকে অপমান অপদস্থ করার সামিল দেশবাসীর কাছে।শুধু একবার নয় বিগত সাল গুলোতেও দেখা যায় যে জামালপুর জেলা পরিষদ নির্বাচনেও এমন ঘটনা ঘটেছে এই আসনে।বার বার একটি ঘটনা পূণরাবৃত্তি হওয়া সত্ত্বেও কেন তার উপর কোন সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হয়নি এটি যেমন প্রশ্ন আসে ঠিক তেমন করে জনসাধারণের কাছে এখন একটায় প্রশ্ন-
কে বড়?
সভানেত্রী না সাংগঠনিক সম্পাদক।