চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মিভূত হয়েছে। ঈদের বাজারে দোকান ছিল ভর্তি মালামালে। বেশি বিক্রি ও লাভের স্বপ্ন পুড়ে হলো ছাই।
সোমবার (১এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী জ্বলে আগুন। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পুড়ে ছাই করে ছয়টি দোকানের মালামাল ।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, সুমন, আশরাফুল, নওসাদ, ফারুক, সোহবুল, মহামোদালী, রুহুল ও মাহিদুর।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কাদেরী কিবরিয়া অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত বারোটা ২৮ মিনিটে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভাতে আসে।
আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে পরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ারসার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিভাতে যোগ দেয়।
তিনটি ইউনিটের ঘণ্টাব্যাপী চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে ৫ টি মুদিখানা, ১ টি কসমেটিক ও দুইটি মসলার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মো. কাদেরী কিবরিয়া আরও জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ড। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি।