• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

‘চোর বলায় শিশুকে ঘাড় মটকে হত্যা’

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮৯
বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

লালমনিরহাটের আদিতমারীতে চোর বলায় ক্ষিপ্ত হয়ে শিশু রোমান মিয়াকে ঘাড় মটকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তার কিশোরের নাম আশিকুর রহমানকে। তিনি আদিতমারী উপজেলার ভাদাই খোলাহাটি গ্রামের বাসিন্দা। নিহত শিশু রোমান মিয়া একই এলাকার আমিনুর হকের ছেলে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, শুক্রবার (২৯ মার্চ) শিশু রোমান নিখোঁজের পর দিন উপজেলার ভাদাই সেতু বাজার এলাকার একটি তামাক ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু রোমানের বাবা আমিনুর ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

তিনি বলেন, এলাকায় একটি ছাগল চুরি করেন কিশোর আশিকুর। চুরির ঘটনাটি দেখে ফেলে শিশু রোমান। এ নিয়ে সালিশি বৈঠকে আশিকুরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে আশিকুরকে ছাগলচোরা ছাগলচোরা বলত শিশু রোমান। এতে ক্ষুব্ধ হয়ে রোমানকে হত্যার পরিকল্পনা করে।

 

পুলিশ সুপার আরও বলেন, হত্যার পরিকল্পনা অনুযায়ী ওই দিন বিকালে শিশু রোমানকে ডেকে নিয়ে তার সঙ্গে সখ্যতা তৈরি করে। এরপর সন্ধ্যার পরে তামাক ক্ষেতে নিয়ে গলাচিপে শ্বাসরোধ এবং ঘাড় মটকে হত্যা করা হয়। হত্যার পর ক্ষেতেই তামাকপাতা এবং মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়। শনিবার বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাইফুল ইসলাম বলেন, আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিশোর আশিক। তাকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, ওসি মাহমুদ উন নবী প্রমুখ।


আরও সংবাদ

জরুরি হটলাইন