• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে : তাঁতি দল

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৫
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ।বুধবার (৩ এপ্রিল) বিকেলে সাতক্ষীরার নিউ মার্কেটের লাবনী মোড়ে জেলা তাঁতি দল আয়োজিত এক দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই অনুষ্ঠান হয়

 

আবুল কালাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।তিনি আরও বলেন, ঘরে বসে থেকে আর ফেসবুক সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করলে হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে। আসুন, সকলে মিলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলি, এই সরকারকে বিদায় করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি।

 

সাতক্ষীরা জেলা তাঁতী দলের আহ্বায়ক শাহরিয়ার রীপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, শেখ তরিকুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী দলের যুগ্ম আহবায়ক ওয়াদুদ খানসহ সাতক্ষীরা জেলা বিএনপি ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বুধবার রাতে কেন্দ্রীয় তাঁতি দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন