• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

বাগেরহাটে প্লাইউড বোর্ড কারখানায় আগুন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮৭
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামের প্লাইউড বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।বুধবার (৩ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের শুকদাড়া এলাকায় কারখানাটিতে আগুন লাগে। এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।কারখানার সূত্র বলছে, গতকাল রাত ১০টা পর্যন্ত কারখানাটির মেশিন চালু ছিল। পরে মেশিনারিজ অফ করে শ্রমিকেরা ফ্যাক্টরি বন্ধ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কারখানার মূল যন্ত্রাংশ ছাড়াও বেশ কিছু ফিনিশ প্রোডাক্টও পুড়ে গেছে।

 

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর ইসলামের নেতৃত্বে ফকিরহাট, রামপাল ও খুলনা থেকে তিনটি ইউনিটসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফকিরহাট ফায়ার সর্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাজাহান মিয়া বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তদন্তসাপেক্ষে এসব বিষয়ে জানানো হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন