• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

ভরদুপুরে দুজনকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৮১
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নরসিংদীর রায়পুরায় নগদের দুই কর্মীকে গুলি করে প্রায় ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠানের ছেলে নগদের সুপারপাইজার দেলোয়ার হোসেন (৫০) ও একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের মাঠ কর্মীর শাহিন মিয়া (২৫)।

 

নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে রায়পুরা ব্রাঞ্চে টাকা নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার ও শাহীন। পথিমধ্যে তারা হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের মোটরসাইকেল রোধ করে। পরে দেলোয়ার পেটে ও শাহীনের হাতে গুলি করে প্রায় ৬০ লাখ টাকার ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন