• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

হাকিমপুর উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১৬৮
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নুরুজ্জামান হোসেন হিলি থেকে
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন২০২৪ এর প্রথম ধাপের ১৫২ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেই হিসাবে হাকিমপুর উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ই মে ২০২৪ বুধবার।

৯৯.৯২ বর্গ কিলোমিটার আয়তনের উত্তরে নবাবগঞ্জ (দিনাজপুর), বিরামপুর উপজেলা। দক্ষিণে পাঁচবিবি উপজেলা, পূর্বে ঘোড়াঘাট উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বিরামপুর উপজেলা নিয়ে হাকিমপুর উপজেলা গঠিত।
দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে লড়তে চায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা। বিএনপি উপজেলা নির্বাচনে না আসায় কোন প্রার্থী ইচ্ছুক না নির্বাচনে আসতে । এই উপজেলায় ১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে । উপজেলা টি তে ১টি পৌরসভা এবং ৩ টি ইউনিয়ন আছে। ৩ টি ইউনিয়ন সড়ক ভাঙ্গনের ফলে সদরের সাথে সড়ক যোগাযোগের ক্ষেত্রে রয়েছে নাজেহাল অবস্থা।

উপজেলা নির্বাচনের অনুষ্ঠিত তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথেই সম্ভাব্য সকল প্রার্থীরাই মত বিনিময় সভা করছে, বাজার ঘাটে বসে আলোচনা করছে।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা গ্রাম-গঞ্জে,হাট বাজারে,চায়ের দোকান,ওরশ মোবারক,ইসলামী সভা, সামাজিক অনুষ্ঠানে উপস্থিততে গণসংযোগ শুরু করেছেন।এছাড়া সকল প্রার্থী বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে গণসংযোগে ব্যস্ত রয়েছে।

হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন তিনি গত উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এখন পর্যন্ত কোন ব্যাক্তি উক্ত পদে নির্বাচনের কথা জানান নি।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান �

 

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ,মোঃ আমিনুল ইসলাম এবং সোহরাব হোসেন এর নাম জানা গেছে। শাহিনুর রেজা শাহিন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন।মোঃ আমিনুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান তিনি স্বতন্ত্র প্রার্থী এবং সোহরাব হোসেন সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও খট্টামাধবপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি পদে আছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার এবং নুর নাহার স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কথা জানিয়েছেন।

হাকিমপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৩ শত ৬৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ২৩ জন এবং ২জন তৃতীয় লিঙ্গের সহ মোট নারী ভোটার ৪০ হাজার ৩ শত ৪৪ জন। এবার হাকিমপুরে ৩৬ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে বলে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শিমুল সরকার জানিয়েছেন।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন