• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

ঈদুল ফিতরের উপলক্ষ্যে বেনাপোল স্থলবন্দর টানা ৫ দিন বন্ধ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৭৩
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-
সাপ্তাহিক ছুটি. ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের ২য় বৃহত্তম বেনাপোল। তবে, দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামরুজ্জামান বিশ্বাস।

দু’দেশের সি অ‍্যান্ড এফ এজেন্ট সূত্রে জানা গেছে. ১০ই এপ্রিল বুধবার থেকে ঈদের ছুটি শুরু হবে তারপর সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখ সব মিলিয়ে টানা ৫দিন বন্দর বন্ধ থাকবে।
১৫ই এপ্রিল সোমবার থেকে কাষ্টম ও বন্দরের সকল কার্য‍্যক্রম স্বাভাবিক হবে। ৯ই এপ্রিল মঙ্গলবার বিকাল থেকে বেনাপোল ও পেট্রাপোলের সমস্ত কার্য‍্যক্রম বন্ধ হয়ে যাবে।

বন্দর পরিচালক রেজাউল করিম(ট্রাফিক) জানিয়েছেন,নিরাপত্তার ক্ষেত্রে বন্দরের নিজস্ব বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় নিয়মিত টহল দেবে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টহল অব‍্যাহত থাকবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত জানান. ছুটির কারণে বেনাপোলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য নিয়মিত টহলের পাশাপাশি পুলিশকে বিশেষ নজরদারীর নির্দেশনা দেওয়া হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন