• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

বেনাপোলে ফেন্সিডিল সহ বিক্রয়কারী গ্রেফতার-১

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ২৪৭
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ৮০০ বোতল ফেন্সিডিল সহ মোঃ কেসমত আলী(৩৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর কোম্পানী।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী অধিনায়ক মেজর,মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-“র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।

“ঘটনার বিবরণঃ নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল ০৩ এপ্রিল ২০২৪ তারিখ বিকালে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহারদুরপুর ইউনিয়ন এর বাহাদুরপুর গ্রামের একটি বাশ বাগানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি ০৩ এপ্রিল ২০২৪ ইং তারিখ সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী- (i) মোঃ কেসমত আলী (৩৮), পিতা- মোঃ চান মিয়া, সাং-বাহাদুরপুর থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে গ্রেফতার করে”।

“এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, উক্ত বাশ বাগানের ভিতর একটি শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে সে মাটি ও শুকনা পাতা চাপা দিয়ে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল লুকিয়ে রেখেছে। তার স্বীকারোক্তি মতে উক্ত ডোবার মধ্যে তল্লাশী পরিচালনা করে মাটি ও শুকনা পাতা চাপা দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০০ (আটশত) বোতল ফেন্সিডিল তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়”।

“গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে সে বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত আসামী আরো জানায়, আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে বাশ বাগানের ডোবার নিচে মাটি ও শুকনা পাতা চাপা দিয়ে বিশেষ কায়দায় উক্ত ফেন্সিডিল সংরক্ষণ করেছিল”।

“জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন