• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে ২২২ টি সুপারী গাছ কেটে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি করেছে দুবৃত্তরা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৯০
শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

 

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আধারে মজিদুল ইসলাম নামের এক কৃষকের ২২২ (দুইশত বাইশ) টি ছোট, বড় ও মাঝারী ধরনের সুপারী গাছ কেটে ফেলে দিয়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি করেছে দুবৃত্তরা।

গত মঙ্গলবার (০২ এপ্রিল) রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম ফুলমতি (ঝাকুয়াটারী) গ্রামস্থ মজিদুল ইসলামের সুপারী বাগানে। মজিদুল ইসলাম ঐ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। স্থানীয়সুত্রে জানা যায় যে, মজিদুল ইসলাম গত প্রায় ১৫ বছর পূর্বে তার বসতবাড়ীর পাশে ১০ শতাংশ জমি নিজ নামে ক্রয় করে উক্ত জমিতে সুপারী বাগান তৈরী করে। সেখানে প্রায় ৩৫০ টির মত সুপারী চারা রোপন করে। বর্তমানে সুপারী গাছগুলো প্রায় ০৫ ফিট লম্বা হয়েছে। কয়েক বছরের মধ্যে সুপারী গাছে সুপারী আসবে বলে ধারনা করা হয়। ইতি মধ্যে মজিদুল ইসলাম তার নতুন বসতবাড়ী নির্মান করলে, সেখানে প্রায় ১০০ টি সুপারী গাছ তুলে নিয়ে লাগায়। অবশিষ্ট সুপারী গাছ গুলোর মধ্যে ২২২ টি সুপারী গাছের গোড়ার একটু উপরে ধারালো অস্ত্র দিয়ে কেটে মাটিতে ফেলে দিয়েছে দুবৃত্তরা

এ বিষয়ে স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায় যে, পারিবারিক কলোহের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। সুপারী গাছ গুলো আর কয়েছ বছরের মধ্যে ফল দিতো। স্থানীয় লোকজন এই ঘটনাকে একটি হত্যাকান্ডের সাথে তুলনা করছে এবং এর সাথে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবী করেন। অন্যদিকে মজিদুল ইসলাম জানায় যে, পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তার বোন ও বোন জামাইদের সাথে বিরোধ ছিল। তার বোন ও বোন জামাইগন তাকে বিভিন্ন তারিখ ও সময়ে মারপিট করা সহ বিভিন্নভাবে ক্ষতি করার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এই বিষয়ে মজিদুল ইসলাম বাদী হয়ে তার বোন ও বোন জামাইদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মামলা আনায়ন করেন। মজিদুল ইসলাম তাদের বিরুদ্ধে মামলা আনায়ন করায় তারা ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটায় বলে তার দাবী। মজিদুল ইসলাম তার বোন জামাই জহুরুল ইসলাম ওরফে ভুট্টু (৫১), ও তার বোন নুরভানু ওরফে নুরবানু বেগমদ্বয় সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানা যায়। এ বিষয়ে জহুরুল ইসলাম ওরফে ভুট্টু (৫১), সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ও তার স্ত্রী নুরভানু ওরফে নুরবানু বেগম এই ঘটনার বিষয়ে কিছুই জানে না বলে জানায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ সাংবাদিকদের জানায় যে, ঘটনার একদিন পর মজিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন