শ্রেণিগত ভেদাভেদ ভুলে এই তল্লাটে আজ মেলা বসেছে। অস্থায়ী স্টলগুলো সেজেছে চাল-ডাল, তেল-নুনের মতো নিত্যপণ্যের সমাহারে। আরও রয়েছে বাহারি রঙিন শাড়ি জামা লুঙি আর ঈদ পরিচ্ছদে। চাইলেই টোকেন মূল্যে টুক করে করে নেওয়া যায় প্রয়োজনীয় সদাই। বৃদ্ধ-যুবা-শিশু এমনকি বাদ যায়নি তৃতীয় লিঙ্গের গরিব-দু:খীরাও আজ তাদের সকলের উৎসব উৎসব, ইচ্ছে-পূরণের উৎসব, খুশির উৎসব।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের ছিন্নমূল মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (৫ মার্চ) চট্টগ্রাম নগরের সদরঘাট রোডের আরএসএল টার্ফে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এই কার্যক্রমের। যার নাম দেওয়া হয়েছে এক টাকায় ঈদ বাজার।
শুক্রবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়।
জানা যায় আয়োজনের মধ্যে ছিল দুঃস্থ মানুষের জন্য মাত্র এক টাকায় ১৫০০-২০০০ টাকার শপিং করার সুযোগ।
এক টাকার বিনিময়ে গ্রাহককে ২০টি টোকেন দেওয়া হয় যার প্রতিটি টোকেনের মুল্য ধরা হয়েছে ১ টাকা ১৩টি টোকেনের প্রতিকী টাকায় চাল ডাল তেল চিনি আটা মাছ মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছে। ৭টি টোকেনের প্রতিকী টাকায় নতুন শাড়ি লুঙ্গি পাঞ্চাবি বাচ্চাদের পোশাক কেনার ছিল।