• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

বকশিগঞ্জে শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে রিকশা চালক গ্রেফতার

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৮২
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে সোবহান মিয়া (৩৫) নামের রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার কামারপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোবহান মিয়া উপজেলার উত্তর কামারপট্টি গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। তিনি রিকশা চালক বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী সকালে তার বান্ধবীকে নিয়ে কামারপট্টি এলাকাতে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। এসময় গ্রেফতার সোবহান মিয়া সেই শিক্ষার্থীকে নানা অশ্লীল কথা বলে উত্যক্ত করে। একপর্যায়ে শিক্ষার্থীর সাথে ধস্তাধস্তি শুরু করে এবং গায়ে হাত দেয়। পরে মেয়েটিকে উদ্ধার করে এবং সোবহানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। এর আগেও গ্রেফতার ব্যাক্তি নারীদের সাথে এমন আচরণ করতো বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন