পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জকিগনজ উপজেলাসহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের ডাক এর সম্পাদক, কবি আলিম উদ্দিন আলম।
এক শুভেচ্ছা বার্তায় কবি আলিম উদ্দিন আলম বলেন, এবারের ঈদে আমরা মজলুম ফিলিস্তিনসহ বিশ্বের নির্জাতিত মুসলমানদের দুআয় স্মরণে রাখতে হবে, ঈদুল ফিতর আমাদের জন্য নিয়ে আসুক পরম শান্তি ঐক্য ও ভ্রাতৃত্ববোদ।