• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

বকশীগঞ্জে কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১৭০
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ-

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে।

রবিবার ১৪ এপ্রিল সকাল ১১ টার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ রশেষে উপজেলা মুক্তমঞ্চ গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ করেন ।

এর আগে সকাল ৯ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে পান্তা ভাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর -১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, পৌর মেয়র ফকরুজ্জামান মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোর ইউপি চেয়ারম্যান মুখলেসুর রহমান জুয়েল তালুকদার, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বিজয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন