• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে নানা আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩১

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৬৯
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে প্রথমবারের মতো উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হাজার বছরের এতিহ্যবাহী বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে বৈশাখী মেলা।

১লা বৈশাখ রবিবার সকাল সারে ১০ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা চত্বরে বাংলা বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলা আয়োজন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা ফুলবাড়ী সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে জমায়েত হয়। মেলার বিনোদন বাড়াতে দুর দুরান্ত থেকে এসেছে হরেকরকম পণ্যের দোকান। পরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সাধারন মানুষ জানায় যে, গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি বর্তমানে আধুনিকতার ছোয়ায় প্রায় বিলুপ্ত হতে চলছে। আমরা বাঙ্গালী হিসেবে আমাদের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি ধরে রাখা খুবই জরুরী। বর্তমানে ফুলবাড়ী উপজেলা প্রসাশনের নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম এ ধরনের কর্মসূচি হাতে নেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকার সাধারন মানুষ।


আরও সংবাদ

জরুরি হটলাইন