ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাইয়ের জার্সিতে দারুণ ফর্মে ছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারান ছন্দ। উদার হস্তে রান বিলিয়েছেন প্রতিপক্ষের ব্যাটারদের। ম্যাচ শেষে এ টাইগার পেসার ছিলেন বিবর্ণ আর বড্ড অচেনা। যদিও মুম্বাইকে ২০ রানে হারায় তার দল চেন্নাই।
এ জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থান ধরে রাখল চেন্নাই। ৪ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে মুম্বাই। ওয়াংখেড়েতে ২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা ও ঈশান কিষান। পাওয়ার প্লেতে দুই ব্যাটার তুলেন ৬৩ রান। ইংনিংসে দ্বিতীয় ওভারে প্রথমবারের মতো বল করতে আসেন মোস্তাফিজ। প্রথম বলে বাউন্ডারি দিলেও মাত্র ৮ রান দিয়ে শেষ করেন সেই ওভার।
পঞ্চম ওভারে বল করতে এসে ১৮ রান দিয়ে বসেন কাটার মাস্টার। তবে ফিল্ডিংয়ে তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। মাথিমা পাথিরানার বাউন্সার ডিপ থার্ডম্যানের ওপর দিয়ে তুলে মেরে ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু বাউন্ডারি লাইনে চোখ ধাঁধানো এক ক্যাচ ধরে মোস্তাফিজ।
ম্যাচের শেষ দিকে আরও টাইগার পেসারকে বোলিং আক্রমণে আনেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। ইনিংসের ১৭ ওভারে বোলিংয়ে আসলে দুই ছক্কায় তাকে স্বাগত জানান টিম ডেভিড। তবে পরের বলে অজি ব্যাটারকে সাজঘরে ফেরান কাটার মাস্টার। যদিও ওভারটিতে ১৯ রান দিয়ে বসেন তিনি।
১৯তম ওভারে আবারও বোলিংয়ে এনে আরও ১৩ রান দেন মোস্তাফিজ। ৪ ওভারে ৫৫ রানের নেন ১ উইকেট। চলমান আইপিএলে এটি তার সবচেয়ে খরুচে বোলিং। এর আগে দিল্লির বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৪৭ রান।