ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কমকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার খাইরুল বাশার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, বসুন সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর আলমাস, মেরুর চর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মুখলেসুর রহমান জুয়েল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক সহ অনেকেই।
সভায় বক্তাগণ বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।