ইয়াছির আরাফাত
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জুলিয়া (৬) নামে এক শিশুর মুত্যু হয়েছে।
নিহত জুলিয়া উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারি গ্রামের নূর আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে,বুধবার সকালে খেলা করছিলো শিশু জুলিয়া। খেলা করার এক পর্যায়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে পরে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে উঠে শিশু জুলিয়ার মরদেহ ।
তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন এবং আইনি বিষয়ের প্রক্রিয়াধীন আছে।