• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীন সকলের দোয়া ও সমর্থন চান।

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৬৭
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার:

আগামী ৪মে অনুষ্ঠিত বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৪ এ সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতায় নামছেন, “মেসার্স জে এম এস কার্গো সার্ভিস” এর স্বত্তাধীকারী-মোঃ জয়নাল আবেদীন। এ জন্য তিনি মিডিয়ার মাধ্যমে সংগঠনের সকল ভোটারদের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন।

রবিবার(২১ এপ্রিল) সকালে নির্বাচনের বিষয় নিয়ে তিনি এক সংবাদ মাধ্যমে এ কথা বলেছেন,আমি “মোমবাতি” মার্কা নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতায় নেমেছি। সাধারণ সদস্যদের সুযোগ-সুবিধা নিয়ে ও সকলের পাশে থেকে কাজ করতে চাই। তাদের সুখে দুঃখের ভাগী হয়ে সংগঠনের সুযোগ-সুবিধাসমূহ বিলি-বন্টনে সচেষ্ট হবো। সেই সুযোগ ও প্রদানের লক্ষে ভোটারদের দোয়া ও সমর্থন চায়”।

উল্লেখ্য,বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র নির্বাচন ২০২১ সালের ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। মালিক সমিতির এ নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। প্যানেল দুটি হলো, সনি-রিপন সমমনা পরিষদ ও রবি-আজিম ঐক্য পরিষদ।

দুটি প্যানেল থেকে মোট ২২জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। বেনাপোল বন্দরের দুই নম্বর গেইট সম্মুখস্ত মালিক সমিতি’র নিজস্ব ভবনে এ নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

মূলত, ২০২০ সালের ২৮ মার্চ বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

কিন্তু করোনার কারণে সার্বিক দিক বিবেচনা করে সরকারিভাবে নির্বাচনটি বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে দেশের পরিবেশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয় এবং ৬ মার্চ-২০২১ নির্বাচনের তারিখ ধার্য করা হয়।


আরও সংবাদ

জরুরি হটলাইন