• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

বিআরটিএর অভিযানে ৩৩০ মামলা, ৭ লাখ টাকা জরিমানা

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৭
সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারে দেশের বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩০ টি মামলায় ৭ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৩ টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়।

 

রোববার (২১ এপ্রিল) এ অভিযানে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

অভিযান প্রসঙ্গে বলা হয়, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে ৩৩০ টি মামলায় ৭ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ৩ টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়।

 

ঈদের পর ধারাবাহিক সড়ক দুর্ঘটনা রোধে সোচ্চার হয় বিআরটিএ। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ধারাবাহিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক এ সংস্থা। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে সারা দেশে অভিযান পরিচালনা করতে স্থানীয় প্রশাসনকেও অনুরোধ জানানো হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন