দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ( বিআরটিএ)। সোমবার (২২ এপ্রিল) দেশব্যাপী পরিচালনা করা কোর্টে ৩৫টি গাড়িকে ডাম্পিং করা হয়েছে। এছাড়া এ সময়ে ৪৪৯টি মামলা হয়েছে।
সূত্র জানিয়েছে, বিআরটিএ'র সদর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন,করিমন,থ্রি হুইলার,ফিটনেসবিহীন মোটরযান,লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পীড নিয়ন্ত্রণে সোমবার দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা গেছে, বিআরটিএ'র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ সময়ে মোট ৪৪৯ টি মামলা হয়েছে। এতে করে এ সময়ে নয় লাখ উনিশ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া চারজন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় ও ৩৫ টি গাড়ীকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।