মোঃ মোমিন ইসলাম
প্রতিনিধি,নজরুল বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নেত্রকোনা জেলার স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল ওয়াহাব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জুনায়েদ আহমেদ। গতকাল ২৩/৪/২০২৪ ( মঙ্গলবার) রাতে চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক কল্যানাংশু নাহা,বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক জুয়েনা জাহান এ্যানি, মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান পিয়াস, সাবেক সভাপতি সুস্মিতা সরকার পিউ এবং সাধারণ সম্পাদক শাকিল খান হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী এক বছরের জন্য নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশনের আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হলো এবং তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হলো।
উক্ত কমিটিতেসভাপতি আব্দুল ওয়াহাব এবং সাধারন সম্পাদকজুনায়েদ আহমেদের পাশাপাশিসহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছে আব্দুল্লাহ আল ফারাবি, মাজহারুল ইসলাম অপু,ইশতিয়াক আহমেদ মোট ১১ জন সহ - সভাপতিহিসেবে মনোনীত হয়েছেন , যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়জুন নাহার, সৈকত আহমেদ তানিম,ইসরাক তানভীর প্রান্ত,তানভীর আহমেদ মোট ১২ জন শিক্ষার্থী , সংগঠনিক সম্পাদক হিসেবে সারারুল আহমেদ টিটু, নূরে আলমচৌধুরী সুমাইয়া ইসলাম সুচিসহ মোট ৭ জন শিক্ষার্থী সহ মোট ৩২জীবন শিক্ষার্থী এবারের কমিটিতে স্থান পেয়েছে।
উল্লেখ্য যে নেত্রকোনা স্টুডেন্ট এসোসিয়েশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন । যা নেত্রকোনা জেলা এবং নজরুল বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কর্মকান্ডে পরামর্শ সহও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সহযোগিতামুলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে আগত হাজার হাজার শিক্ষার্থীকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ারপাশাপাশি তারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এ বিষয়ে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর আপ্রাণ চেষ্টা হৃদয় ছুঁয়ে যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার শিক্ষার্থীদের মনে।