• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

কৃতিত্বপূর্ণ কাজের জন্য হ্যাটট্রিক পুরস্কার পেলেন এসি পরশুরাম জোন

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ১৭২
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

পর পর তিন মাস (জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) কৃতিত্বপূর্ণ কাজের জন্য হ্যাটট্রিক পুরস্কার পেলেন পরশুরাম জোন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আল ইমরান হোসেন।

তার এই অর্জনে সহকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

তিনি মঙ্গলবার (২৪ এপ্রিল) মার্চ মাসে অজ্ঞানপার্টি কর্তৃক হত্যা মামলা উদঘাটন ও আসামি গ্রেপ্তারের স্বীকৃতি স্বরূপ রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুরের কমিশনার মনিরুজ্জামানের হাত থেকে সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য এর আগে গত জানুয়ারি মাসে তিনি অটোরিকশা ছিনতাই ও মার্ডার মামলা এবং ফেব্রুয়ারিতে মোটরসাইকেল চোর চক্র শনাক্ত ও গ্রেপ্তারের জন্যও সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করেন।

তিনি রংপুর মেট্রোপলিটন পরশুরাম জোনে ২০২৩ সালের ১০ আগস্ট সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


আরও সংবাদ

জরুরি হটলাইন