• বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৩৬১
বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

অব্যাহত তীব্র তাপমাত্রায় পুড়ছে জয়পুরহাটের আক্কেলপুর। বৈশাখের শুরুতেই আক্কেলপুরের ওপর দিয়ে হালকা থেকে তীব্র ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে।

প্রায় সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার আবহাওয়া অফিস। ফলে প্রচণ্ড ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। তপ্ত মাটি ভিঁজে যাওয়ার মতো এক পশলা বৃষ্টির দিকে মানুষ আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে।

ভ্যাপসা গরমের মানুষের সাধারণ কার্যক্রম স্তবির হয়ে পড়েছে। উপজেলায় বর্তমানে আমন ধান কাটার সময়। কৃষকরা তীব্র দাবদাহের কারণে ধান কাটা শুরু করতে পারছে না। পাশাপাশি ভ্যান ও রিকশাচালক একটু দুপুর হলেই বাড়ি ফিরে যাচ্ছে। ফলে দুপুরে উপজেলা শহরের রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে পড়ছে। মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বেরুতে ভয় পাচ্ছে। সূর্যতাপে যেন শরীরের চামড়া পুড়ে যাওয়া অবস্থা। ভ্যাপসা গরম থেকে বাঁচতে মানুষ যখন ঘরের বাইরে বের হচ্ছেন না সেখানেও আছে বিপত্তি। বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে কয়েকগুন।

আক্কেলপুর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় ছোট ছোট শিশু ও বৃদ্ধরা তীব্র দাবদাহের কারণে রোগে আক্রান্ত হচ্ছে। তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন আবার কেউ কেউ ভর্তিও হচ্ছেন। এতে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন