নুরুজ্জামান হোসেন
হিলি দিনাজপুর
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে দিনাজপুরের হাকিমপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হারুন উর রশিদ হারুন প্রতীক পাওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় পথসভা ও গণসংযোগ করে আসছেন। তার প্রতীক টেলিফোন মার্কা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার হিলি বাজারে বিভিন্ন পেশাজিবী মানুষের সাথে মতবিনিময় করে তার নির্বাচনি টেলিফোন মার্কায় ভোট চান। আগগমি ৮ই মে তার টেলিফোন মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হারুন উর রশিদ হারুন বলেন, আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে ৫ বছর কাজ করেছি।আমি সব সময় এলাকাবাসীর জন্য কাজ করে গেছি, বিগত দিনে কাজ করে যাব। আমি এলাকার উন্নয়নের জন্য সব সময় চেষ্টা করি। ইতিমধ্যে হিলির উন্নয়ন শুরু হয়ে গেছে।বাজারের রাস্তা ঘাট সব ঢালায়ের রাস্তা হয়ে গেছে। আগামীতে হিলিতে আরও ডিজিটাল হিসেবে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ যদি আমাকে আপনারা একটি করে টেলিফোন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন।আগামী ৮ই মে সকাল থেকে আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং আমার টেলিফোন মার্কায় ভোট দিবেন।
হাকিমপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৩ শত ৬৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ২৩ জন এবং ২জন তৃতীয় লিঙ্গের সহ মোট নারী ভোটার ৪০ হাজার ৩ শত ৪৪ জন। এবার হাকিমপুরে ৩৬ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে বলে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শিমুল সরকার জানিয়েছেন।