• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ২০৬
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশের উত্তরের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। ভারতের লোকসভার নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় আমদানি রপ্তানি তিন দিন বন্ধ ছিল। এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে টুরিস্ট ভিসাধারী পাসপোর্টে যাত্রী পারাপারও চালু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হয়। বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ সকালে আমদানি রফতানি চালুর বিষয়টি নিশ্চিত করেন।

ম্যানেজার জানান, ভারতের লোকসভা নির্বাচন দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হওয়ার কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত তিন দিন বন্দর দিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। শনিবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

জানা যায়, ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের কারণে দার্জিলিং এর জেলা ম্যাজিস্ট্রেট ডা. প্রীতি গোয়ালের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে (২৩ ও ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল) শুক্রবার তিন দিন আমদানি রফতানি বন্ধ থাকার কথা জানায়।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা অমৃত অধিকারী জানান, দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার আজ সকাল থেকে পুনরায় চালু হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন