• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

ভোট দিতে এসে যুবকের হিটস্ট্রোক, নারী অজ্ঞান

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭৬
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

তীব্র দাবদাহে ইউপি নির্বাচনে ভোট দিতে এসে লক্ষ্মীপুরে হিটস্ট্রোক করা মো. হৃদয় নামে এক যুবককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় জেলা সদরের লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হিটস্ট্রোক করেন তিনি।

মো. হৃদয় লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক একে আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটকেন্দ্রে হিটস্ট্রোক করা যুবক হৃদয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার তার চিকিৎসা চলছে। তা ছাড়া তীব্র গরমের প্রভাবে প্রতিদিন বহু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

অপরদিকে ভোট দিতে এসে তীব্র গরমে আরেক নারী ভোটার অজ্ঞান হয়ে পড়েছেন। রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার ১৪ নম্বর লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই নারীকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অচেতন হয়ে পড়া নারীর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভোটাররা জানান, হঠাৎ কেন্দ্রে বুথের সামনে নারী ভোটারের লাইনে অচেতন হয়ে পড়েন ওই নারী। অজ্ঞান হয়ে পড়ার পর তার নাক ও মুখে ফেনা বের হতে শুরু করে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, নারী ভোটার অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন