ভারত বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান। নতুন কোচের মধ্যে অনেকের নাম শোনা গেলেও বেশি গুঞ্জন ছিল ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন ও সাবেক অজি ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে নিয়ে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য কারস্টেন ও টেস্টের জন্য গিলেস্পিকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতি মহসিন নাকভি নতুন কোচদের দায়িত্ব ঘোষণা করেন। তবে তাদের দায়িত্ব পাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন কোচ আজহার মাহমুদ সব ফরম্যাটে সহকারী কোচ হিসেবেই থাকছেরন।
ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের জন্য স্থায়ী কোনো কোচিং স্টাফ ছিল পাকিস্তান ক্রিকেটে। শেন ওয়াটসনসহ বিভিন্ন সময় জোরালোভাবে আরও কিছু নাম এলেও সেগুলো বাস্তবে রূপ নেয়নি। দেশটির গণমাধ্যমে গুঞ্জন ছিল, শাহিন-বাবরদের দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কারস্টেন। রাজি ছিলেন গিলেস্পিও। অবশেষে তাদের কাঁধে দায়িত্ব অর্পিত হলো।
অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি কিছুদিন আগে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। ২০১৪ ও ২০১৫ সালে কোচ হিসেবে ইয়র্কশায়ারকে টানা দুবার শিরোপা জিতিয়েছেন গিলেস্পি।
অন্যদিকে, ২০১১ সালে ভারতকে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন কারস্টেন। দায়িত্ব নিয়ে এই প্রোটিয়া তারকা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে কতদূর যেতে পারেন, সেটাই দেখার বিষয়।