• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রেনে দুই পা কাটা পড়া যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৯৪
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, রোববার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ওই যুবক খিলগাঁও পুলিশ ফাঁড়িসংলগ্ন রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেন তার উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার দুই পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।

সেলিম আরও জানান, দুর্ঘটনার পরই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। আশপাশের কেউ তার পরিচয় জানাতে পারেনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসাধীন ওই যুবক ভোরে মারা গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন