• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:০১ অপরাহ্ন

মাজারের পাশে পড়ে ছিল ভক্তের রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭০
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

কিশোরগঞ্জের ভৈরবে মাজারে পাশ থেকে এক ভক্তের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ পশ্চিমপাড়ায় পোড়া শাহ পাগলা মাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম রজব আলী। তিনি উপজেলার কালিকাপ্রসাদ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে পোড়া শাহ পাগলা মাজারের পাশে রজব আলীর রক্তাক্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশিরা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রজব আলী মাজারভক্ত ছিলেন। মাজারের পাশেই বসবাস করতেন ও মাজারটি দেখাশোনা করতেন। তার পরিবার সিলেটের মেন্দিবাগ এলাকায় বসবাস করে।

নিহতের বড় বোন রাহতুন বেগম বলেন, শনিবার রাত ১০টায় ভাই আমার সঙ্গে দেখা করে গেছে। ভাইয়ের ছেঁড়া বালিশ সেলাই করে দেওয়ার কথা বলেছিল। যেসব মাজারভক্তদের সঙ্গে মিশত তাদের মধ্যে কেউ আমার ভাইকে হত্যা করেছে।

নিহতের বড় ভাই জনাব আলী বলেন, রাতে দুই ভাই এক সঙ্গে খাওয়াদাওয়া করেছি। বাড়িতে ঘর নির্মাণের জন্য আমার সঙ্গে আলোচনা হয়েছে। সকালে ভাইকে নিয়ে ছোট বোনের বাড়িতে টাকা আনতে যাওয়ার কথা ছিল। কে বা কারা আমার ভাইকে হত্যা করেছে। আমি দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।

পাগলা মাজার কমিটির সভাপতি মোহাম্মদ বসির উদ্দিন বলেন, মাজারপন্থি যারা আছে তাদের সঙ্গেই মিশতেন রজব আলী। তাদের মধ্যেই কোনো একটি ঘটনায় রজব আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পারিবারিক ও স্থানীয়ভাবে রজব আলীর কোনো শত্রু ছিল না।

ওসি মো. সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রজব আলীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আরও সংবাদ

জরুরি হটলাইন