• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

হিলিতে বিজিবি বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কদের বৈঠক অনুষ্ঠিত।

মুহাম্মাদ শিমুল হুসাইন
মুহাম্মাদ শিমুল হুসাইন / ৭৫
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

নুরুজ্জামান হোসেন
হিলি, দিনাজপুর

হিলি সীমান্তের দু দেশের আন্তঃসমস্যা সীমান্ত হত্যা নারী ও শিশু পাচার মাদক চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছেবিজিবির আমন্ত্রণে।


২৯ এপ্রিল সোমবার সকাল ১১টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কমল ভাগত শিং সীমান্তের শুন্য রেখায় আসলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনাক লে. কর্নেল তানজিলুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের গোলঘরে বৈঠকে মিলিত হন। বৈঠকে বিএসএফের পক্ষে ৫ সদস্যের প্রতিনিধি দল ও বিজিবির পক্ষে ৩সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মুলত দুবাহিনীর মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে সেজন্যই এই বৈঠক। এতে সীমান্ত হত্যা নারী ও শিশু পাচার মাদক চোরাচালান বন্ধসহ সীমান্তের বিষয় নিয়ে আলোচনা হয়।এক ঘন্টা বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় একই পথ দিয়ে ভারতে ফিরে যান।

 


আরও সংবাদ

জরুরি হটলাইন