বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা ও চর আউলিয়াপুরে চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদারের নির্বাচনী প্রচারের উঠান বৈঠকে অংশ নেন তিনি।
স্থানীয়রা জানান, শনিবারের গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা, চর আউলিয়াপুর রাজিব আহমেদ তালুকদারের নির্বাচনী প্রচার উঠান বৈঠকে ছিলেন দেলোয়ার। এর আগে তিনি সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালনের জন্য সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। পরে প্রিসাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণও নিয়েছেন।
জানতে চাইলে গারুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সহকারী প্রিসাইডিং অফিসার দেলোয়ার হোসেন বলেন, শনিবার গারুড়িয়া বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক মিন্টু তালুকদার বড় ভাইয়ের মতো। তার অনুরোধে হেলেঞ্চা, চর আউলিয়াপুর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচার উঠান বৈঠকে গিয়েছিলাম।
তিনি বলেন, নির্বাচন প্রভাবিত বা আচরণবিধি লঙ্ঘন হবে এতকিছু ভেবে সেখানে যাইনি। তবে এমন আর কখনো হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান কালবেলাকে বলেন, উপজেলা নির্বাচনে নির্বাচনের সহকারী প্রিসাইডিং অফিসার দেলোয়ার একজন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এ খবর জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।