• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

মনে হচ্ছিল আমি সমুদ্রের মধ্যে সামান্য ডিঙি নৌকা : আসিফ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ৭২
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

দেশের সংগীত অঙ্গনের উজ্জ্বল নাম কণ্ঠশিল্পী আসিফ আকবর। দেশ ও দেশের বাইরে নানা সময় গান গেয়ে হয়েছেন প্রশংসিত, পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। গান করেছেন দেশের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীদের সঙ্গে। এ সুবাধে তার সুযোগ হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন স্টুডিওতে কণ্ঠ দেওয়ার। বর্তমানে এই শিল্পী ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন।

এবারের সফরটি এই শিল্পীর জন্য বেশ স্মরণীয় হয়ে থাকবে। কারণ ইতোমধ্যেই তার নতুন গানের একটির রেকর্ডিং হয়েছে ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমানের কে এম স্টুডিওতে। এবার আরও একটি গানের রেকর্ড করতে এই শিল্পী গেলেন বিখ্যাত যশরাজ স্টুডিওতে।

সেখান থেকেই কালবেলাকে এই শিল্পী জানান, ‘এ আর রহমান স্যারের স্টুডিও দেখে এবং সেখানে কাজ করার সুযোগ পেয়ে মনে শান্তি পেয়েছিলাম। এরপর যশরাজ স্টুডিওতে এসে আমি মুগ্ধ হয়ে যাই। মনে হচ্ছিল সমুদ্রের মধ্যে আমি সামান্য ডিঙি নৌকার মতো ভেসে আছি।

এই অনুভূতি নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছা করছে। কিন্তু আমি আসলে এই ঘোর থেকে বের হতে পারছি না। কাজের পরিবেশ আর পেশাদারিত্ব দেখে ইমোশনাল হয়ে গেছি। এই ঘোর কাটতে সময় লাগবে। শুধু এটুকু বলতে পারি, আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়া ব্যর্থ হয়নি, ইনশাআল্লাহ ব্যর্থ হতে দেব না যতদিন সুস্থ থাকি।’


আরও সংবাদ

জরুরি হটলাইন