• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

বকশীগঞ্জে র‍্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার -৩

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি / ১৩৬
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৯১১৬৫২৫৭০ (হোয়াটসঅ্যাপ)

সামরুল হক 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

 

জামালপুর র‍্যাব ১৪, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে জামালপুরের বকশীগঞ্জ পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে একটি মিনি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।

 

মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের এক পর্যায়ে একটি মিনি পিকআপ গাড়ীতে মাদক আছে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করলে বিশেষ ভাবে তৈরী করা একটি বক্স নজরে পড়ে বক্সটা পুরোপুরি সিল করা। সেটি কাটা হলে একে একে বের করা হয় ১২ প্যাকেট গাঁজা। প্রতি প্যাকেটে দুই কেজি করে গাঁজা রয়েছে।এসময় গাঁজা ব্যবসায়ী মো: আনারুল,আব্দুর রেজ্জাক ও ইউনুস আলী নামে তিন জনকে আটক করা হয়।

 

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন ১৮-১৬০৬ ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১২ টি প্যাকেট থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে সময় ট্রাক ও একটি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করা হয়েছে।


আরও সংবাদ

জরুরি হটলাইন