ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) প্রাক্-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক্-এমএড) এবং প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নেবে। প্রাক্-এমএড ৬ মাসের আর এমএড দেড় বছর মেয়াদি। অনলাইনে ফরম পূরণের সময় আবেদন ফি ২০০০ টাকা বিকাশে জমা দিতে হবে।
প্রাক্-এমএড প্রোগ্রামের জন্য যাঁদের বিএড বা সমমানের ডিগ্রি নেই, তাঁরা পূর্বপ্রস্তুতিমূলক এ কার্যক্রমে আবেদন করতে পারবেন। এই কার্যক্রমের সফল সমাপনের পর প্রফেশনাল মাস্টার অব এডুকেশনের (এমএড) মূল কার্যক্রমে সরাসরি ভর্তি হতে পারবেন।
আবেদনের যোগ্যতা
ভর্তি ফরম সংগ্রহ ও ভর্তিপ্রক্রিয়া
ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে মিলবে। অনলাইনে আবেদন করা যাবে ২৭ মে পর্যন্ত।
ভর্তি পরীক্ষা
৩১ মে ২০২৪, (শুক্রবার) বেলা ১১টায় আইইআর ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।